ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

পটুয়াখালীতে জেলেদের মাঝে পরিচয়পত্র বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫
পটুয়াখালীতে জেলেদের মাঝে পরিচয়পত্র বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পটুয়াখালী: সাগর বা নদ-নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করার পেশায় নিয়োজিত জেলে সম্প্রদায়ের প্রকৃত পরিচয় সম্বলিত সরকারি আইডি কার্ড (পরিচয়পত্র) বিতরণ করার কার্যক্রম পটুয়াখালীতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

শুক্রবার দুপুরে পটুয়াখালী সদর উপজেলার মিলনায়তনে এ পরিচয়পত্র বিতরণ করা হয়।



পটুয়াখালী সদর উপজেলার বিভিন্ন গ্রামের বিশেষ করে সাগরপাড়ের দুই শতাধিক জেলের মধ্যে এ পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। যা পর্যায়ক্রমে জেলার সব স্থানে এটি বিতরণ করা হবে। দীর্ঘদিন পর নিজেদের পরিচয়পত্র পেয়ে জেলেরা বেশ খুশি।

জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. আবুল হাসানাতের সভাপতিত্বে পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. তারিকুজ্জামান মনি।

অনুষ্ঠানে কুয়াকাটা, গলাচিপা ও কলাপাড়ার বিভিন্ন এলাকার জেলেরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।