ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

চরফ্যাশনে কারেন্ট জাল ও জাটকা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫
চরফ্যাশনে কারেন্ট জাল ও জাটকা জব্দ

ভোলা: ভোলার চরফ্যাশনের তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে অবৈধ জালসহ ২ মণ জাটকা আটক করেছে মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের সমন্বয়ে একটি টিম।  

শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত কোস্টগার্ড এ অভিযান চালায়।

জব্দকৃত জালের মধ্যে ২৭টি বাঁধা জাল, ২টি চরফেরা জাল ও ৫ হাজার মিটার কারেন্ট জাল রয়েছে।

চরফ্যাশন উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, জাটকা সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোকলেসুর রহমানের নেতৃত্বে একটি টিম তেঁতুলিয়ার ভাড়ানীর খাল এলাকায় অভিযানে চালায়।

এ সময় তেঁতুলিয়ার বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধ জাল ও জাটকা জব্দ করা হয়। জালগুলো আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়। অন্যদিকে মাছ স্থানীয় অসহায় দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

গত ১ নভেম্বর থেকে শুরু হওয়া এ অভিযান চলবে ৩১ জুন পর্যন্ত। এ সময় জাটকা ধরা, পরিবহন, বিক্রি, মজুদ ও বাজারজাত করা নিষিদ্ধ।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।