ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বাদশাহ’র জানাজায় ব্যাপক নিরাপত্তা

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫
বাদশাহ’র জানাজায় ব্যাপক নিরাপত্তা

রিয়াদ: সদ্য প্রয়াত সৌদি আরবের বাদশাহ আব্দুল্লাহ বিন আবদুল আজিজের নামাজে জানাজা উপলক্ষে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে।

তার নামাজে জানাজা স্থানীয় সময় শুক্রবার (২৩জানুয়ারি) বাদ আসর রিয়াদের ইমাম তুর্কি বিন আব্দুল্লাহ মসজিদে অনুষ্ঠিত হবে।



জানাজাস্থলসহ রিয়াদের কিছু এলাকায় ঘুরে এমন চিত্র দেখা যায়। জানাজায় দেশটির নতুন বাদশাহ সালমান বিন আবদুল আজিজসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সৌদি রাজপরিবারের সদস্যসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

বাংলাদেশের পক্ষে  সৌদি আরবে নিযুক্ত বিদায়ী রাষ্ট্রদূত মহ. শহীদুল ইসলাম জানাজায় অংশ নেবেন বলে একটি সূত্র নিশ্চিত করেছে।

পোশাকধারী এবং সিভিল পোশাকে  আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মোতায়েন করা হয়েছে।

রয়্যাল কোর্টের আদেশে বলা হয়, জানাজা শেষে রিয়াদের ঘোবায়রা পাবলিক মাকবারায় (কবরস্থান) দাফন করা হবে। এখানেই শায়িত আছেন তার ভাই ও সাবেক বাদশাহ ফয়সাল বিন আবদুল আজিজসহ রাজপরিবারের অনেক সদস্য।

সৌদি আরবের ঐতিহ্য অনুয়ায়ী সাধারণ জনগণের সঙ্গেই রাষ্ট্রীয় কবরস্থানে সমাহিত করা করা হয় রাজপরিবারের সদস্যদেরও।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।