ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সৌদি বাদশাহ’র মৃত্যু

শনিবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক, যাচ্ছেন রাষ্ট্রপতি

বিশেষ সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫
শনিবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক, যাচ্ছেন রাষ্ট্রপতি

ঢাকা: সৌদি আরবের বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুলআজিজ আল সৌদের মৃত্যুতে শনিবার (২৪ জানুয়ারি) বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এদিন সারাদেশের সব সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।



সূত্র জানায়, সমবেদনা জানাতে শনিবার সৌদি আরব যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

শুক্রবার ভোররাতে ৯০ বছর বয়সী আব্দুল্লাহ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রয়াত আব্দুল্লাহ বিন আব্দুলআজিজের নামাজে জানাজা শুক্রবার (২৩  জানুয়ারি) বাদ আসর সম্পন্ন হবে।

তার মৃত্যুর পর নিয়ম অনুযায়ী যুবরাজ (ক্রাউন প্রিন্স) সালমান বিন আব্দুলআজিজ বিন আব্দুল রহমান বিন ফয়সাল বিন তুর্কি বিন আব্দুল্লাহ বিন মোহাম্মদ আল সৌদ বাদশাহ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫

** সৌদি বাদশাহ আবদুল্লাহর দাফন সম্পন্ন

** সৌদি বাদশাহের জানাজা সম্পন্ন

** সৌদি বাদশাহ আবদুল্লাহর ইন্তেকাল, নতুন বাদশাহ সালমান (আপডেট)

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।