রাজশাহী: হরতাল-অবরোধের নামে সারাদেশে সহিংসতার বিরুদ্ধে রাজশাহীতে সমাবেশ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে মহানগরীর আলুপট্টিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ভাষাসৈনিক আবুল হোসেনের সভপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য চৌধুরী সারোয়ার জাহান, কবি আরিফুল হক কুমার, অধ্যাপক মলয় ভৌমিক, অধ্যাপক এসএম আবু বকর, প্রশান্ত সাহা, প্রকৌশলী তাজুল ইসলাম, সাংবাদিক মুস্তাফিজুর রহমান খান আলম, হাসান মিল্লাত প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫।