ঢাকা: আন্তর্জাতিক সংস্থা অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) এর সম্মেলনে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সন্ত্রাসকে প্রশ্রয় না দিয়ে কঠোর হাতে দমন করতে হবে। ইসলাম এবং গণতন্ত্র কখনই সন্ত্রাসবাদকে সমর্থন করে না।
তুরস্কের ইস্তাম্বুলে ওআইসি সদস্য দেশসমূহের পার্লামেন্টারি ইউনিয়নের (পিইউআইসি) ১০ম সম্মেলন চলাকালে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার তার বক্তব্যে এসব মন্তব্য করেন।
তিনি বলেন, টেকসই উন্নয়ন ও ন্যায় বিচারের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা ও শান্তি হলো পূর্বশর্ত।
সম্মেলনের মূল বক্তব্যে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার সিরিয়াসহ কয়েকটি মুসলিম প্রধান দেশে চলমান সন্ত্রাসের তীব্র নিন্দা জানান এবং সমস্যার রাজনৈতিক সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়াও বিশ্বশান্তি, স্থিতিশীলতা, নিরাপত্তা, ন্যায়বিচারসহ একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় পিইউআইসির প্রতি আহ্বান জানান তিনি।
ইসলামের নামে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যাক্ত করে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সন্ত্রাসকে প্রশ্রয় না দিয়ে তাকে কঠোর হাতে দমন করতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার।
অধিকৃত ফিলিস্তিন, দখলকৃত আল কুদস আল শরীফ ও সিরিয়ার বর্তমান অবস্থা বিশ্বশান্তি ও ন্যায়বিচারের পরিপন্থি বলে মন্তব্য করেন তিনি।
তিনি একজন সংসদ সদস্য হিসেবে ইসরাইলের দখলদারিত্বের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠনের জন্য মুসলিম দেশসমূহের পার্লামেন্টের জোরালো ভূমিকা দাবি করেন।
ডেপুটি স্পিকার তার বক্তব্যে মায়ানমারের রাখাইন প্রদেশের মুসলিমদের দুরাবস্থা, কয়েক লাখ নিবন্ধিত ও অনিবন্ধিত মায়ানমার শরণার্থীর বাংলাদেশে দীর্ঘ অবস্থানের কারণে সৃষ্ট আর্থ-সামাজিক সমস্যা ও পরিবেশ দূষণের বিষয়ে সম্মেলনের দৃষ্টি আকর্ষণ করেন। মায়ানমারের শরণার্থীদের সে দেশের নাগরিকত্ব প্রদানসহ দ্রুত ফিরিয়ে নেওয়ার দাবিও জানান ডেপুটি স্পিকার।
ওআইসি দেশসমূহের পার্লামেন্টারি ইউনিয়নের এ সম্মেলন অর্থবহভাবে ওআইসি দেশসমূহের মধ্যে পারস্পরিক সহযোগিতাসহ ইসলামিক সংহতি আরও শক্তিশালী করবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি।
প্রসঙ্গত, ডেপুটি স্পিকারের নেতৃত্বে ৪ সদস্যের একটি সংসদীয় দল পিইউআইসি সম্মেলনে যোগদানের জন্য তুরস্ক সফর করেছে। সংসদ সদস্য নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, এ কে এম শাহজাহান কামাল ও রওশন আরা মান্নান প্রতিনিধি দলের সদস্য হিসেবে সম্মেলনে অংশ নিয়েছেন।
সম্মেলন শেষে ২৪ জানুয়ারি (শনিবার) তারা দেশে ফেরার কথা রয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) জাতীয় সংসদ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়।
বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫