ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মঙ্গলবার গণজাগরণ মঞ্চের দেশব্যাপী গণঅবস্থান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫
মঙ্গলবার গণজাগরণ মঞ্চের দেশব্যাপী গণঅবস্থান ডা. ইমরান এইচ সরকার

ঢাকা: হরতাল-অবরোধের নামে মানুষকে পুড়িয়ে মারার প্রতিবাদে মঙ্গলবার দেশব্যাপী গণঅবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।

তিনি বলেন, মঙ্গলবার (২৭ জানুয়ারি) ঢাকায় বিকেল ৩টা থেকে গণঅবস্থান কর্মসূচি চলবে এবং ঢাকার বাইরে বিকাল ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ অবস্থান কর্মসূচি পালন করা হবে।



শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে ‘হরতাল-অবরোধের নামে মানুষকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে’ সন্ত্রাসবিরোধী আলোর মিছিল ও অবস্থান কর্মসূচিতে তিনি এ ঘোষণা দেন।

ইমরান এইচ সরকার বলেন, রাজনীতির নামে সারাদেশে চলছে মানুষ পুড়িয়ে হত্যা ও ভয়াবহ নির্যাতন। পেট্রোলের আগুনে পুড়িয়ে মারা হচ্ছে তাজা তাজা প্রাণ। মানুষ পুড়ে ছাই হচ্ছে কিন্তু দেশের রাজনৈতিক দলগুলোর কোনো বিকার নেই।

তিনি বলেন, এক দল হরতাল-অবরোধের নামে আমাদের গায়ে আগুন দিচ্ছে আর সরকার আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। এর দায় দুই পক্ষকেই নিতে হবে।  

সরকার জনগণের কোনো নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। এটা সরকারের ব্যর্থতা বলেও মন্তব্য করেন তিনি।  

অর্থনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবুল বারাকাত বলেন, আজ নির্বিচারে দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ ও শিশুদের হত্যা করা হচ্ছে। এটা খুব দুঃখজনক। দেশে মুক্তিযুদ্ধবিরোধী শক্তি নানা ধরনের নাশকতা চালাচ্ছে।

জামায়াত শিবিরের রাজনীতি দেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য সরকারের প্রতি দাবি জানান তিনি।

এ সময় সবাইকে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে পাড়া মহল্লায় প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

এসময় গণজাগরন মঞ্চের কর্মীরা মোমবাতি হাতে নিয়ে সন্ত্রাসবিরোধী আলোর মিছিল করে। এই আলোর মিছিলটি শাহবাগ থেকে শুরু হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ভাষ্কর ফেরদৌসী প্রিয়ভাষীনী, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সভাপতি রওশন আরা রসু, ভারতের অল ইন্ডিয়া ছাত্র অ্যাসোসিয়েশনের সভাপতি সুচি দে প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।