লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতিতে অভিযান চালিয়ে ৫ মণ জাটকা জব্দ করেছে পুলিশ।
শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে রামগতি মাছঘাট এলাকায় জব্দকৃত জাটকা দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়।
রামগতির বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আবুল বাশার বাংলানিউজকে জানান, জেলেরা মেঘনা নদীতে জাটকা নিধন করে বিক্রির জন্য ঘাটে আনে। গোপনে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ৫ মণ জাটকা জব্দ করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জেলেরা আগেই পালিয়ে যান।
বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫