গাজীপুর: শীতলক্ষ্যা নদীতে দু’টি ট্রলারের সংঘর্ষের ঘটনায় হতাহত হলেও ঘটনাস্থল তিন থানার মারপ্যাচে পড়ায় ফায়ার সার্ভিসের ডুবুরিরা আসেননি। স্থানীয় ভাবে মাছ ধরার জাল দিয়েই নিখোঁজ যাত্রীদের খোঁজার কাজ শেষ হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত (সন্ধ্যা ৬টা) স্থানীয়রা ৪ জনের লাশ উদ্ধার দাবি করলেও পুলিশ দুই জনের লাশ উদ্ধার ও একজন নিখোঁজের তথ্য দিয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) গাজীপুর ও ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী ত্রিমোহনী এলাকায় ঘটে এ ঘটনা। ঘটনাস্থল তিন থানার সীমানায় হওয়ায় সন্ধ্যা ৬টা পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছায়নি ফায়ার সার্ভিসের কোনো দল। ফলে স্থানীয়ভাব উদ্ধার কাজ সমাপ্ত করা হয়েছে।
স্থানীয়রা বলছেন, ঘটনাস্থল ত্রিমোহনা তিন থানা এলাকার শেষ সীমানা। গাজীপুর জেলার শ্রীপুর ও কাপাসিয়া এবং ময়মনসিংহ জেলার পাগলা থানার মোহনায় শীতলক্ষ্যা নদীতে ওই ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে তিন থানা দায়িত্ব পালনের বিষয়ে একে অপরকে দায়ী করায় উদ্ধার অভিযান শুরু হয়নি যথাসময়ে। বিকেল ৪টার পর ঘটনাস্থলের তিন তীরে তিন থানার পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্শকর্তারা উপস্থিত হন।
ঘটনাটি কোন থানা এলাকায় তা শনাক্ত করতে সময় লেগে যায় অনেক। উদ্ধার অভিযান সমাপ্ত হলেও ঘটনাস্থল কোনো থানা এলাকায় তা শনাক্ত করার কাজ শেষ হয়নি।
এ অবস্থায় স্থানীয়রা মাছ ধরার জাল দিয়ে উদ্ধার কাজ শুরু ও শেষ করে। লাশ উদ্ধারের সময় আইন শৃঙ্খলা বাহিনীর লোক ঘটনাস্থলে না থাকায় নিহতের স্বজনেরা লাশ নিজ উদ্যোগে নিয়ে যায়।
এসব বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীনুল কাদির বাংলানিউজকে জানান, ঘটনাস্থল কাপাসিয়া থানা এলাকায়। তবু আমরা সহযোগিতা করছি। এ পর্যন্ত দু’জনের মৃতদেহ উদ্ধার হয়েছে ও একজন নিখোঁজ রয়েছেন।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, ঘটনাস্থল পাগলা থানা এলাকায়। তরাই ব্যবস্থা নিবেন।
পাগলা থানার ওসি সাংবাদিকদের জানান, ঘটনাস্থল গাজীপুর জেলায়। ফলে তারাই বিষয়টি দেখবেন।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক (ডিএডি) আক্তারুজ্জামান লিটন বাংলানিউজকে বলেন, বিষয়টি ময়মনিসংহ জেলার। তাই তারাই দেখবেন।
স্থানীয় সূত্র মতে, গাজীপুর ও ময়মনসিংহ জেলার সীমান্তবতি ব্রম্মপুত্র এবং শীতলক্ষ্যা নদীর মোহনায় নান্দিয়াসাঙ্গুন এলাকায় দুই ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শিশুসহ ৩জন নিহত হয়। নিখোঁজ রয়েছে একজন।
বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫
** শীতলক্ষ্যায় দুটি ট্রলারের সংঘর্ষে নিহত ৩, নিখোঁজ ১০