ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

স্বর্ণ-টাকা নিয়ে বিমান কর্মকর্তাসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫
স্বর্ণ-টাকা নিয়ে বিমান কর্মকর্তাসহ আটক ২ ছবি: প্রতীকী

ঢাকা: স্বর্ণ চোরাচালানের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মকর্তাসহ দুইজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শুক্রবার (২৩ জানুয়ারি) হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাদের আটক করা হয়।



আটক দুইজন হলেন-বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অ্যাকাউন্টেন্ট সুপারভাইজার মঞ্জুর মোর্শেদ এবং মিজানুর রহমান।  

বিমানবন্দর এপিবিএন-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) তানজিনা আকতার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে বিমানের কর্মকর্তাসহ দুইজনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১১৬ দশমিক ৫ গ্রাম করে চারটি সোনারসহ নগদ ৪৮ হাজার টাকা জব্দ করা হয়েছে।

এ ঘটনায় তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান এসি তানজিনা।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।