চাঁদপুর: চাঁদপুরে ২০দলের ডাকা শনিবারের হরতালের সমর্থনে বের হওয়া বিএনপির মিছিলে ধাওয়া দিয়ে পণ্ড করে দিয়েছে পুলিশ। এ সময় বিএনপির তিন নেতাকর্মীকে আটক করা হয়।
শুক্রবার বিকেল ৫টার দিকে জেলা বিএনপি নেতাকর্মীরা একটি মিছিল বের করে। মিছিলটি শহরের চিত্রলেখা এলাকা অতিক্রমকালে পুলিশ মিছিলে ধাওয়া দেয়।
এ সময় সেখান থেকে বিএনপির তিন নেতাকর্মীকে আটক করা হয়। আটকরা হলেন- পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি শফিকুর রহমান (৩৮), বিএনপির কর্মী মজিবুর রহমান লিটন (৩২) ও রাবিউল মিরাজ (২৪)।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম বাংলানিউজকে জানান, নাশকতার আশঙ্কায় পুলিশ বিএনপির মিছিল ছত্রভঙ্গ করে দেয়। অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে।
চাঁদপুর জেলায় ২০দলের জোটের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে শনিবার (২৪ জানুয়ারি) সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫