নড়াইল: সুলতান মেলার দ্বিতীয় দিনে ঘোড়ার গাড়ির দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের খেলার মাঠে ঘোড়ার গাড়ির দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ঘোড়ার গাড়ির দৌড় প্রতিযোগিতায় ২৫টি ঘোড়ার গাড়ি অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিজয়ী ঘোড়ার গাড়ির মালিকদের টেলিভিশনসহ বিভিন্ন পুরষ্কার দেওয়া হয়।
বৃস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল নড়াইলের ‘সুলতান মঞ্চ’ চত্বরে সপ্তাহব্যাপি সুলতান মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর আনত্মর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।
বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯০তম জন্মজয়ন্তী উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়।
বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫