গোপালগঞ্জ: গোপালগঞ্জে অ্যাম্বুলেন্স চাপায় চাঁন মিয়া সরদার (৭৫) নামে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহতের বড় ছেলে আনোয়ার সরদার বাংলানিউজকে জানান, সকাল ৯টার দিকে তার বাবা হাসপাতালের সামনে মার্কাস মসজিদ সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। তখন একটি বেসরকারি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে তাকে পেছন থেকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
প্রথমে তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।
বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫