ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে অ্যাম্বুলেন্স চাপায় মুক্তিযোদ্ধা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫
গোপালগঞ্জে অ্যাম্বুলেন্স চাপায় মুক্তিযোদ্ধা নিহত

গোপালগঞ্জ: গোপালগঞ্জে অ্যাম্বুলেন্স চাপায় চাঁন মিয়া সরদার (৭৫) নামে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি গোপালগঞ্জ জেলা শহরের নবীনবাগের বাসিন্দা।

নিহতের বড় ছেলে আনোয়ার সরদার বাংলানিউজকে জানান, সকাল ৯টার দিকে তার বাবা হাসপাতালের সামনে মার্কাস মসজিদ সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। তখন একটি বেসরকারি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে তাকে পেছন থেকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

প্রথমে তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।