বরিশাল: বরিশাল লঞ্চঘাটে যাত্রীদের তল্লাশিকালে ধারালো দা’সহ নজরুল গাজী (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় তাকে আটক করা হয়।
বরিশাল নৌ-বন্দর ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, নদী বন্দরের প্রবেশপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বসানো পুলিশের তল্লাশি চৌকিতে নজরুলের ব্যাগ চেক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ধারালো দা উদ্ধার করা হয়।
নদীপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বৃহস্পতিবার থেকে টার্মিনালে পুলিশি নজরদারী বাড়ানো হয়েছে। শুক্রবার ঘাটের দু’টি প্রবেশ পথ বন্ধ করে দিয়ে বাকি দু’টি গেটে ‘আর্চওয়ে’ বসিয়ে যাত্রীদের ভেতরে প্রবেশ করানো হচ্ছে।
বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫