ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলার উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫
সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলার উদ্বোধন

যশোর: মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোরের সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলার উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাত ৮টায় মধুমঞ্চে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী, সংসদ সদস্যসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।



উদ্বোধনী অনুষ্ঠানে যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবির সভাপতিত্ব করেন।

সেখানে প্রধান অতিথি সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন- যে অপশক্তি দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করছে সেই অপশক্তিকে প্রতিহত করার জন্য সংস্কৃতির বিস্তার এবং বিকাশ দরকার। সেই পরিপ্রেক্ষিতে অবশ্যই সংস্কৃতির চর্চা বেশি প্রয়োজন।

তিনি বলেন, এ অঞ্চলের মানুষের দাবি মাইকেল মধুসূদন দত্তের নামে সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা। সেই দাবিটির প্রস্তাবনা আমাদের কাছে গেছে। সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য দীর্ঘ মেয়াদি পরিকল্পনার প্রয়োজন আছে। সেটি নিয়ে আমাদের সরকার অবশ্যই চিন্তা ভাবনা করবে।

তিনি আরও বলেন, বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদন দত্তের যে অবদান তারই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন। যারা বাংলা সাহিত্য চর্চা করেন তারা মহাকবিকে সব সময় স্মরণ করেন। তিনি আমাদের মাঝে অমর হয়ে আছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক।

এছাড়াও বক্তব্য রাখেন যশোর-৫ আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য, অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার আনিসুর রহমান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, কেশবপুর উপজেলা চেয়ারম্যান এইচএম আমির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম রুহুল আমিন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রেবা ভৌমিক, সাগরদাঁড়ি ইউনিয়নের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, সাগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আমানত আলী প্রমুখ।

২৫ জানুয়ারি মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯১তম জন্মবাষির্কী। এসএসসি পরীক্ষার কারণে এবার মেলা দুই দিন এগিয়ে আনা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।