ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রংপুরে বাসে আগুন দেওয়ার ঘটনায় গ্রেফতার ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
রংপুরে বাসে আগুন দেওয়ার ঘটনায় গ্রেফতার ৩ ছবি : প্রতীকী

রংপুর: রংপুরের মিঠাপুকুর উপজেলার জাগির বাতাসন এলাকায় বাসে আগুন দেওয়ার ঘটনায় এজাহারভুক্ত দুই শিবির ক্যাডার ও এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে তাদের মিঠাপুকুর উগজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়।



গ্রেফতারকৃতরা হলেন- শিবির ক্যাডার হাবিবুর রহমান (২৪), নবাব (২৩) ও জমায়াত নেতা আব্দুল ওয়াহেদ (৫০)।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন আহামেদ জানান,  ১৪ জানুয়ারি রাতে মিঠাপুকুর উপজেলার জাগির বাতাসন এলাকায় জামায়াত শিবিরের নেতাকর্মীরা বাসে আগুন দিয়ে ছয়জনকে হত্যা করে। এ ঘটনায় দায়ের করা মামলায় শিবির ক্যাডার হাবিবুর রহমান, নবাব ও জামায়াত নেতা আব্দুল ওয়াহেদের নাম রয়েছে।

হাবিবুর রহমান ও নবার এ ঘটনার সঙ্গে সরাসরি জড়িত বলে তিনি জানান। গ্রেফতারকৃতদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময় : ০৫০৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।