ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মোহাম্মদ সেলিমের মরদেহ আসছে রোববার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
মোহাম্মদ সেলিমের মরদেহ আসছে রোববার

ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় চার নেতার অন্যতম ক্যাপ্টেন এম. মনসুর আলীর বড় ছেলে ড. মোহাম্মদ সেলিমের মরদেহ রোববার (২৫ জানুয়ারি) বিকেলে বনানী গোরস্থানে দাফন করা হবে।

রোববার বেলা ১১টায় মরহুমের মরদেহ বিমানযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে।



স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের বড় ভাই ড. মোহাম্মদ সেলিম বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৫টায় লন্ডনে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুমের পারিবারিক সূত্র জানায়, ড. মোহাম্মদ সেলিম দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়বেটিস ও কিডনি রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিলো ৭১ বছর। তিনি স্ত্রী, একছেলে ও একমেয়ে রেখে গেছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা পরীক্ষিৎ চৌধুরী জানান, রোববার দুপুর সাড়ে ১২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মরহুমের প্রথম নামাজে জানাজা এবং সিরাজগঞ্জের কাজীপুরে দুপুর আড়াইটায় দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সবার দোয়া কামনা করেছেন মোহাম্মদ সেলিমের ছোট ভাই আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম।

মোহাম্মদ সেলিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও তার পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও সবার দোয়া কামনা করেছেন। মরহুমের সব রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ী এবং আত্মীয়স্বজনকে নামাজে জানাজায় উপস্থিত থাকার জন্য তার পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

ড. সেলিম ১৯৯৬ সালের উপনির্বাচনে সিরাজগঞ্জ-১ (কাজীপুর) থেকে সাংসদ নির্বাচিত হন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী ও উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। বঙ্গবন্ধু পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য সচিব ছিলেন ড. মোহাম্মদ সেলিম।

বাংলাদেশ সময়: ০৫৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।