ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

গাংনীতে গাঁজাসহ বাবা-ছেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
গাংনীতে গাঁজাসহ বাবা-ছেলে আটক

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার আনন্দবাস গ্রামে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ বাবা ও ছেলেকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৪ জানুয়ারি) ভোরের দিকে তাদের আটক করা হয়।

  এরা হলেন- বাবা ফরজ আলী (৫৫) ও তার ছেলে সাইফুল ইসলাম (২৭)।

মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার শেখ বাংলানিউজকে জানান, ফরজ আলী তার বাড়ির গাঁজা গাছ কেটে শুকানোর জন্য রেখেছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ ভোরে অভিযান চালিয়ে বাবা ও ছেলেকে আটক করে। এসময় তার বাড়ির ছাদের উপর থেকে শুকানো অবস্থায় তিন কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

আটকদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানোর প্রস্ততি চলছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।