ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বার্ন ইউনিটে অযথা ভিড় করবেন না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
বার্ন ইউনিটে অযথা ভিড় করবেন না স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি

ঢাকা: ২০ দলীয় জোটের চলমান অবরোধে পেট্রোল বোমায় আহত ও অগ্নিদগ্ধদের চিকিৎসার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে এবং এ সহায়তা অব্যাহত থাকবে বলে আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি।

শনিবার (২৪ জানুয়ারি) বেলা সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রোগীদের দেখতে এসে মন্ত্রী এ আশ্বাস দেন।



বার্ন ইউনিটে রোগীদের দেখতে আসা মন্ত্রী, এমপি ও বিভিন্ন জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, হাসপাতালে এসে অযথা ভিড় করবেন না। ‍কারণ, আমরা  কেউ চিকিৎসক নই। এখানে ভিড় করলে রোগীদের কষ্ট হয় এবং চিকিৎসকদের সেবা দিতে অসুবিধা হয়। বাইরে থেকে খোঁজ খবর নেবেন।

এখন থেকে বার্ন ইউনিটে শুধুমাত্র রোগীর স্বজনদের প্রবেশ করতে দেওয়া হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

হরতালে জ্বালাও-পোড়াও প্রসঙ্গে মন্ত্রী বলেন, এগুলো বিচ্ছিন্ন ঘটনা। এগুলো সব দেশে হয়ে থাকে। তবে দেখতে হবে, এগুলোর বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে কি-না।

তিনি খালেদা জিয়াকে ‘সন্ত্রাসের নেত্রী’ উল্লেখ বলেন, বাঙালি জাতির জন্য এটা দুর্ভাগ্যজনক যে, খালেদা জিয়া এখন ‘সন্ত্রাসের নেত্রী’ হয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।