ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

নাশকতাকারীদের ধরিয়ে দিতে এবার র‌্যাবের পুরস্কার ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
নাশকতাকারীদের ধরিয়ে দিতে এবার র‌্যাবের পুরস্কার ঘোষণা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা: অবরোধে নাশকতাকারীদের বিষয়ে তথ্য ও গ্রেফতারে সহায়তা করলে সর্বোচ্চ ১ লাখ ও সর্বনিম্ন ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছে র‌্যাব। শনিবার (জানুয়ারি ২৪’ ২০১৫) সকালে র‌্যাবের প্রধান কার্যালয়ে দেশের চলমান পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ এ ঘোষণা দেন।



তিনি বলেন, ককটেল নিক্ষেপকারীর সম্পর্কে সঠিক তথ্য দিলে ১০ হাজার টাকা। গাড়িতে বোমা, অগ্নিসংযোগ এবং ভাংচুরের ছবি ব্যক্তিগত মোবাইল ফোন/ক্যামেরাতে ভিডিও চিত্র ধারণ করে র‌্যাবকে সরবরাহ করলে ১০ হাজার টাকা, পেট্রোলবোমা নিক্ষেপকারীর সম্পর্কে সঠিক তথ্য দিলে ২০ হাজার টাকা, ককটেল নিক্ষেপকারীদেরকে হাতেনাতে গ্রেফতারে সাহায্য করলে ২৫ হাজার টাকা, টিভি চ্যানেলে দেখানো বোমা, পেট্রোলবোমা নিক্ষেপ ও যানবাহন ভাংচুরকারী সন্ত্রাসীদের গ্রেফতারে সাহায্য করলে ২৫ হাজার টাকা পুরস্কার হিসেবে দেওয়া হবে।

এছাড়া ককটেল নিক্ষেপের পরিকল্পনাকারী/সংগঠকদের সম্পর্কে সঠিক তথ্য দিলে ৫০ হাজার টাকা, পেট্রোলবোমা নিক্ষেপকারীদেরকে হাতেনাতে গ্রেফতারে সাহায্য করলে অথবা পেট্রোলবোমা নিক্ষেপের পরিকল্পনাকারী/সংগঠকদের সম্পর্কে সঠিক তথ্য দিলে ১ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।

র‌্যাবের মহাপরিচালক আরও বলেন, ৫ জানুয়ারির পর থেকে একটি গোষ্ঠী দেশব্যাপী নাশকতা চালিয়ে যাচ্ছে। এদের অর্থায়ন করছে সংঘবদ্ধ একটি গ্রুপ। আমরা চাইনা আর কোন মানুষ এসব সন্ত্রাসীদের হাতে প্রাণ হারাক।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলে, নাশকতা আগের চেয়ে অনেক কমেছে। যারা এসব সন্ত্রাসী কর্মকাণ্ড যারা চালাচ্ছে তারা আইনের চোখে সন্ত্রাসী। দেশের প্রচলিত ফৌজদারি আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে দেশের বিভিন্ন স্থানে নিহতের ঘটনাকে অনেকেই গুপ্তহত্যা অভিযোগ করছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এক শ্রেণীর রাজনীতিবীদ এবং সুশীল সমাজের প্রতিনিধি রয়েছে যারা সবকিছুকেই রাজনীতিক ভাবে দেখেন এবং রাজনীতিকভাবে ব্যাখ্যা দেন।

চলমান সহিংসতা রাজনীতির কারণে ঘটছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এ ব্যাপারে কোন মন্তব্য করতে চাইনা। তবে যারা গাড়িতে পেট্রোলবোমা মেরে নৃশংসভাবে মানুষ হত্যা করছে তারা খুনি-সন্ত্রাসী। এদের বিরুদ্ধে দেশের ১৬ কোটি মানুষকে সচেতন করে তুলতে হবে।

রংপুরে র‌্যাবের ডিজির এক বক্তব্যের প্রতিক্রিয়ায় একটি রাজনৈতিক দলের করা ‘রাজনীতিতে নামার ইচ্ছা থাকলে উর্দি ছেড়ে রাজনীতিতে নামুন’ এমন বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে র‌্যাবের ডিজি বলেন,  আমরা কারও রাজনৈতিক প্রতিপক্ষ নয়। এমন বক্তব্যে আমরা হতাশ হয়েছি।

সংবাদ সম্মেলনে র‌্যাবের ডিজি ছাড়া আরও উপস্থিত ছিলেন, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান ও র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান।  

সংবাদ সম্মেলন শেষে বর্তমান পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণ করা যায় তা নিয়ে একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়।

এর আগে নাশকতাকারীদের ধরিয়ে দিতে পুলিশের পক্ষ থেকে পুরস্কার ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।