ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কাফনের কাপড় পরে জয়পুরহাটে স্বেচ্ছাসেবক দলের মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
কাফনের কাপড় পরে জয়পুরহাটে স্বেচ্ছাসেবক দলের মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জয়পুরহাট: নব্য স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক- এমন স্লোগানে কাফনের কাপড় গায়ে পরে অবরোধের ১৯তম দিনে জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মিছিল ও সমাবেশ করেছে।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে স্টেশন রোড দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে জয়পুরহাট শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাঁচুর মোড়ের ট্রাফিক পয়েন্টে সমাবেশে মিলিত হয়।



এতে বিএনপি নেতৃত্বোধীন জেলা ২০দলীয় জোটের অন্যান্য সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।

ট্রাফিক পয়েন্টের সমাবেশে জেলা ২০দলীয় জোটের আহ্বায়ক মোজাহার আলী প্রধানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ সভাপতি আমিনুর রহমান বকুল, সাংগঠনিক সম্পাদক মতিয়র রহমান, জামায়াত নেতা হাসিবুল আলম লিটন, মামুনুর রশিদ, বিএনপি নেতা অধ্যক্ষ আলী হাসান মুক্তা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান তোতা প্রমুখ।  

সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতা থেকে সরবে না, ততদিন বিএনপি তথা ২০দলীয় জোটের লড়াই-সংগ্রাম চলবে।

অপরদিকে জয়পরহাট শহর বিএনপির সাবেক সভাপতি ফয়সল আলীমের সমর্থকরা ‘জেলা বিএনপির পদবঞ্চিত নেতাকর্মীর’ ব্যানারে থানা রোডে দফায় দফায় মিছিল-সমাবেশ করেছে।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।