ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটের সাংবাদিক দুলালের দাফন সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
জয়পুরহাটের সাংবাদিক দুলালের দাফন সম্পন্ন এসএম মাহমুদুল হক দুলাল

জয়পুরহাট: বেসরকারি স্যাটেলাইট একাত্তর টেলিভিশনের জয়পুরহাট জেলা প্রতিনিধি ও দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা এসএম মাহমুদুল হক দুলালের (৪২) দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) আক্কেলপুর ডিগ্রি কলেজ প্রাঙ্গণে ২য় জানাযা শেষে বেলা ১২টার দিকে নওগাঁ জেলার বদলগাছী উপজেলার মালঞ্চা গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।



এর আগে শুক্রবার বিকেলে বুকে ব্যথা নিয়ে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি হলে কার্ডিওলজি বিভাগে দায়িত্বরত ডা. গোলাম রাব্বানী তাকে মৃত ঘোষণা করেন।

পরে শুক্রবার রাত ৯টার দিকে জয়পুরহাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তার প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

এসএম মাহমুদুল হক দুলাল নওগাঁর বদলগাছী উপজেলার মালঞ্চা গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও অবসর প্রাপ্ত শিক্ষক ময়েন উদ্দীনের একমাত্র ছেলে। তিনি জয়পুরহাট শহরের প্রফেসর পাড়ায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন।

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।