ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

প্রেসক্লাবে জ্বালাও-পোড়াও, বোমাবাজির প্রতিবাদে সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
প্রেসক্লাবে জ্বালাও-পোড়াও, বোমাবাজির প্রতিবাদে সমাবেশ প্রতীকী

ঢাকা: জ্বালাও-পোড়াও, বোমাবাজি, ভাঙচুর ও অগ্নিদগ্ধ করে মানুষ হত্যার প্রতিবাদে এবং জনগণের জানমাল ও মানবাধিকার রক্ষার দাবিতে সমাবেশ করেছে মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সংস্থাটির পক্ষ থেকে একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।



সমাবেশে বক্তারা বলেন, যারা এসব কর্মকাণ্ড ঘটাচ্ছে তারা জাতির শত্রু। আর একটি লোকও যেন এদের রোষানলে আক্রান্ত না হয় সেজন্যই আমাদের এই আয়োজন।

সমাবেশে আয়োজক সংগঠনের সাংগঠনিক সম্পাদক দীলিপ কুমার পালসহ অন্যান্য নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, জানুযারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।