ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সন্ত্রাস রোধে সরকারকে কঠোর হওয়ার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
সন্ত্রাস রোধে সরকারকে কঠোর হওয়ার দাবি

ঢাকা: প্রতিদিন মহাসড়কে বাছ-বিচারবিহীনভাবে হিংসাত্মক ঘটনা ঘটছে। কিন্তু সরকার সাংবিধানিক দায়িত্ব হিসেবে জনগণের জান ও মালের নিরাপত্তা দিতে পারছে না।



এ জন্য সন্ত্রাস রোধে সরকারকে আরো কঠোর হওয়ার দাবি জানানো হয়েছে।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে বক্তারা এ সব দাবি করেন।

উন্নয়ন ফোরাম গ্রামীণ জীবনযাত্রার স্থায়িত্বশীল উন্নয়নের জন্য প্রচারাভিযান (সিএসআরএল) মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বলা হয়, এ ভাবে জ্বালাও-পোড়াও করে কৃষকের ক্ষতির করে সমস্যার সমাধান হবে না। আলোচনা চাইলে গণতন্ত্রের পথে ফিরে আসতে হবে।

এতে অংশ নিয়ে সংসদ সদস্য শিরীন আখতার বলেন, হরতাল অবরোধে কৃষকের ক্ষতি হবে, এটা হতে পারে না। আলোচনা চাইলে গণতন্ত্রের পথে ফিরে আসতে হবে। একই সঙ্গে সরকারকেও এ ধরনের সন্ত্রাস রোধে কঠোর হতে হবে। দোষীদের আটক করে শাস্তির আওতায় আনতে হবে।

তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া নির্বাচনে অংশ না নিয়ে ভুল করেছেন। এখন আবার হরতাল অবরোধের মতো রাজনৈতিক কর্মসূচি দিচ্ছেন। কিন্তু তার ভুলের মাশুল জনগণ দেবে, এটা হতে পারে না।
 
সিএসআরএলের সদস্য সচিব শরমিন নীলোর্মি বলেন, কৃষকরা হরতাল-অবরোধে মাঠে যাওয়া বন্ধ করেনি। উৎপাদন বন্ধ করেনি। কিন্তু তাদের উৎপাদিত কৃষিপণ্য সরবরাহের সময় পণ্যবাহী যানবাহনে আগুন দিয়ে কৃষিখাতকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে।

তিনি বলেন, একদিকে মহাসড়কে বাছ-বিচারহীনভাবে প্রতিদিন হিংসাত্মক ঘটনা ঘটছে। অন্যদিকে, সরকার তার সাংবিধানিক দায়িত্বের অংশ হিসেবে জণগণের জান ও মালের নিরাপত্তা দিতে পারছে না।
 
তিনি রাজনৈতিক নেতাদের উদ্দেশে বলেন, সংবিধান আপনাদের মানুষকে বাঁচানোর দায়িত্ব দিয়েছে। অর্থনৈতিকভাবে দেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব দিয়েছে। তাই, আপনারা সাংবিধানিক দায়িত্বটি পালন করুন। রাজনৈতিকভাবে সমস্যার সমাধান করুন।  

তিনি কৃষিপণ্যবাহী যানবাহন সব ধরনের কর্মসূচি থেকে মুক্ত রাখার আহ্বান জানান।
 
বক্তারা বলেন, আগে সব জরুরি পণ্য ও সেবাপণ্যগুলো রাজনৈতিক কর্মসূচিমুক্ত থাকতো। কিন্তু এখন কৃষিপণ্যবাহী যানবাহনে আগুন দেওয়া হচ্ছে। এট কাম্য নয়। আবার সরকারও কৃষিপণ্যবাহী যানবাহন চলাচলে ন্যূনতম বিশেষ ব্যবস্থার উদ্যোগ নেয়নি।

বেসরকারি উন্নয়ন সংস্থা নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরিফুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে অন্যদের মধ্যে জলবায়ু বিজ্ঞানী ড. আহসান উদ্দীন আহমদ, নারীনেত্রী রোকেয়া বেগম বেবী, কবি সাজ্জাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।