ঢাকা: সরকারের ঘোষিত ভিশন-২০২১ বাস্তবায়ন এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়তে প্রয়োজন দুর্নীতিমুক্ত প্রশাসন। এজন্য প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে কাজ করা উচিত।
জাতীয় শুদ্ধাচার কৌশল ও দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেছেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।
শনিবার (২৪ জানুয়ারি) শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমিতে পাঁচ দিনব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কামাল আবদুল নাসের চৌধুরী।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়তে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করা খুবই জরুরি। কাজটি সহজ না হলেও প্রশাসনের কর্মীরা স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করলে তা সম্ভব। প্রশাসনকে দুর্নীতিমুক্ত করতে প্রয়োজন সৎ ও নিষ্ঠাবান কর্মীবাহিনী।
প্রশাসনকে দুর্নীতিমুক্ত করতে সুশাসন নিশ্চিত করা প্রয়োজন জানিয়ে কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, এক্ষেত্রে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রশাসনকে দুর্নীতিমুক্ত করার মধ্যদিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে। দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বানও জানান এই কর্মকর্তা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) নজরুল ইসলাম, বাংলাদেশে জাইকার প্রধান প্রতিনিধি মিকিউ হাতাইদা এবং জাতীয় শুদ্ধাচার কৌশলের কোর্স পরিচালক আব্দুর রউফ চৌধুরী।
মন্ত্রিপরিষদ বিভাগের আয়োজনে ও জাইকার সহযোগিতায় পাঁচ দিনব্যাপী এই কর্মসূচিতে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, সংস্থার জাতীয় শুদ্ধাচার ফোকাল পয়েন্ট কর্মকর্তা এবং মন্ত্রিপরিষদ বিভাগে শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে সহায়তা দানকারী কর্মকর্তারা অংশ নিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫