ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মুন্সীগঞ্জে ৫শ’ মুক্তিযোদ্ধার মধ্যে কম্বল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
মুন্সীগঞ্জে ৫শ’ মুক্তিযোদ্ধার মধ্যে কম্বল বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে ৫শ’ মুক্তিযোদ্ধার মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে শহরের পুরাতন কাচারী এলাকায় জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের অস্থায়ী কার্যালয়ে কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

  জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুক্তিযোদ্ধাদের হাতে কম্বল তুলে দেন।

এসময় জেলা পুলিশ সুপার (এসপি) বিপ্লব বিজয় তালুকদার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনিছুজ্জামান আনিছ, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি জামাল হোসেন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ কাদের মোল্লা ও মতিউল ইসলাম হিরুসহ অনেকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা জানুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।