ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সুনামগঞ্জের ১১ বোমামেশিন ধ্বংস, আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
সুনামগঞ্জের ১১ বোমামেশিন ধ্বংস, আটক ২ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সুনামগঞ্জ: সুনামগঞ্জের ধোপাজান নদীতে অভিযান চালিয়ে নদী থেকে পাথর উত্তোলনকারী ১১ বোমামেশিন ধ্বংস করা হয়েছে। এ সময় দুই জনকে আটক করা হয়।



শনিবার (২৪জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত সুনামগঞ্জ সদর উপজেলা, বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসন ও সিলেট পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান চালায়।

সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহসিনা বেগম, বিশ্বম্ভরপুরের (ইউএনও) আব্দুল্লাহ আল মাহমুদ নেতৃত্বে ধোপাজান নদীর সুলুকাদ্দ ইউনিয়নের আদাং এলাকায় এ অভিযান চালানো হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন সিলেট পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান, সুনামগঞ্জ-৮বিজিজি, সুনামগঞ্জ সদর মডেল ও বিশ্বম্ভরপুর থানা পুলিশ।

সুনামগঞ্জ সদরের ইউএনও তাহসিনা বেগম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।