ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ২৮ ককটেলসহ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
রাজশাহীতে ২৮ ককটেলসহ যুবক আটক ছবি: প্রতীকী

রাজশাহী: রাজশাহী মহানগরী থেকে ২৮টি ককটেলসহ এক যুবককে আটক করেছে র‌্যাব-৫ এর সদস্যরা। বর্তমানে তাকে র‌্যাব কার্যালয়ে রাখা হয়েছে।



আটক যুবকের নাম মুরাদ হোসেন ওরফে ককটেল মুরাদ (২৫)। শুক্রবার (২৩ জানুয়ারি) গভীর রাতে মহানগরীর সাহেব বাজার আরডিএ মার্কেটের পেছনের এলাকা থেকে র‌্যাব তাকে আটক করে।

মুরাদ হোসেনের বাড়ি মহানগরীর বোয়ালিয়া থানার বড়কুঠি এলাকায়। শনিবার দুপুরে ৠাব-৫ এর মিডিয়া সেলের কর্মকর্তা এএসপি খালেদা বেগম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদকে আটক করা হয়েছে। ওই সময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করলে ২৮টি ককটেল উদ্ধার করে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।

জিজ্ঞাসাবাদ শেষে তার ব্যাপারে আরও তথ্য দেওয়া যাবে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।