ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে এক হাজার কেজি জাটকা উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
না’গঞ্জে এক হাজার কেজি জাটকা উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা শহরের ৩নং মাছ ঘাট এলাকা থেকে এক হাজার কেজি বিক্রয় নিষিদ্ধ জাটকা মাছ উদ্ধার করেছে কোস্ট গার্ড পাগলা স্টেশন।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল ৭টার দিকে অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণ জাটকা উদ্ধার করা হয়।



কোস্ট গার্ড স্টেশন পাগলা স্টেশন কমান্ডার সাব-লেফটেন্যান্ট হাসানুর রহমান বাংলানিউজকে জানান, তাদের একটি অপারেশন দল শীতলক্ষ্যা নদীতে নিয়মিত টহল দেওয়ার সময় ৩নং মৎস্য ঘাট থেকে টিম লিডার পেটি অফিসার এমএম হকের নেতৃত্বে মালিকবিহীন অবস্থায় ১ হাজার কেজি অবৈধ জাটকা উদ্ধার করে।

এ সব জাটকার মূল্য ৩ লাখ টাকা। উদ্ধার করা জাটকাগুলো নারায়ণগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা নারায়ণগঞ্জের বিভিন্ন এতিমখানায় বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।