ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ভালুকায় শিক্ষিকাকে যৌন হয়রানি, বখাটের দণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
ভালুকায় শিক্ষিকাকে যৌন হয়রানি, বখাটের দণ্ড

ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় স্কুল শিক্ষিকাকে যৌন হয়রানির দায়ে আব্দুল হান্নান (৩৫) নামে এক বখাটেকে ৮ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তরফদার সোহেল রহমান এ দণ্ড দেন।



তরফদার সোহেল রহমান জানান, ওই বখাটেকে ১৮৬০ এর ৫০৯ ধারা মতে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পরে পুলিশ বখাটে হান্নানকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠায়।

ভালুকা মডেল থানা পুলিশ সূত্র জানায়, উপজেলার মামারিশপুর গ্রামের এক স্কুল শিক্ষিকাকে যৌন হয়রানির অপরাধে একই গ্রামের প্রয়াত আজিজুল হকের ছেলে আব্দুল হান্নানকে (৩৫) পুলিশ গ্রেফতার করে।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।