ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

তালায় দলিতদের অধিকার নিশ্চিতকরণে মতবিনিময়

উপজেলা করেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
তালায় দলিতদের অধিকার নিশ্চিতকরণে মতবিনিময় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

তালা(সাতক্ষীরা): সাতক্ষীরার তালায় “দলিত সম্প্রদায়ের প্রাপ্য অধিকার নিশ্চিতকরণ ও বৈষম্য দূরীকরণ” বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) তালা শিল্পকলা একাডেমি হল রুমে সকাল ১০টা থেকে শুরু হয়ে চলে দুপুর ২টা পর্যন্ত।



দলিত সংস্থার টিপস্ প্রকল্পের আওতায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন-তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

তালা সদর ইউপি চেয়ারম্যান এসএম নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন-তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা দেবব্রত রায় ও দেবাশীষ দাশ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা কল্যাণ কুমার পাল প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন দলিত-এর টিপস্ প্রকল্পের প্রকল্প কর্মকর্তা দেবব্রত বিশ্বাস, সি.ডি.ও পলাশ কুমার দাস, শিক্ষক মিজানুর রহমান, দলিতের রীনা দাস, শাওন সাহা, সমীর দাস প্রমুখ।

এ সভায় শিক্ষক, সাংবাদিক, ইমাম, পুরোহিতসহ বিভিন্নস্তরের ৬০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।