ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কোকোর মৃত্যুতে মাসুম আহমেদ তালুকদারের শোক

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
কোকোর মৃত্যুতে মাসুম আহমেদ তালুকদারের শোক আরাফাত রহমান কোকো

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুম আহমেদ তালুকদার।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে এক সংবাদ বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন।



বিবৃতিতে তিনি বলেন, আরাফাত রহমান কোকোর অকাল মৃত্যুতে আমি আন্তরিকভাবে ব্যথিত। ম্যাডাম খালেদা জিয়া ও তার বড় ছেলে তারেক রহমান যেন এই শোক সহ্য করতে পারেন, মহান আল্লাহর কাছে সেই প্রার্থনাই করছি।

এ সময় কোকোর রূহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তিনি। এছাড়া, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।