ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে বাস থেকে পড়ে ৪ শিশু আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
যশোরে বাস থেকে পড়ে ৪ শিশু আহত ছবি: প্রতীকী

যশোর: যশোরের একটি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্ররা ক্রীড়া প্রতিযোগিতা দেখে বাড়ি ফেরার পথে চলন্ত বাস থেকে পড়ে চারজন আহত হয়েছে।

আহতরা হলো- যশোর সদর উপজেলার জুলা আমদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ও একই গ্রামের মাহফুজ, তৌহিদুল ও ইয়াসিন এবং এড়েন্দা গ্রামের কদম আলীর ছেলে দ্বিতীয় শ্রেণির ছাত্র সাদনান।

তাদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে যশোর-ছুটিপুর সড়কের হালসা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে জুলা আমদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিনা বেগম বাংলানিউজকে জানান, সদর উপজেলার হালসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেয়াড়া ইউনিয়ন আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ প্রতিযোগিতায় তাদের বিদ্যালয় থেকে ১৩ জন অংশ নেয়।

আহত ৪ শিক্ষার্থী তাদের না জানিয়ে টিফিনের সময় খেলা দেখতে যায়। পরে ফেরার সময় তারা বাসের পেছনে বাম্পারে ঝুলে আসছিল। এসময় হালসা বাজারে ড্রাইভার ব্রেক করলে চার শিক্ষার্থী চলন্ত বাস থেকে পড়ে আহত হয়।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।