ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মুন্সীগঞ্জে পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
মুন্সীগঞ্জে পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ শহরের শ্রীপল্লী এলাকার শত বছরের পুরোনো পুকুর ভরাট করার প্রতিবাদে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন এলাকাবাসী।  

শনিবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পরে একই স্থানে প্রতিবাদ সমাবেশ করেন তারা।

সমাবেশে বক্তব্য রাখেন- হরগঙ্গা কলেজের সাবেক অধ্যক্ষ প্রবীর কুমার গাঙ্গুলী, শতাব্দী ক্লাবের সভাপতি রুহুল আমিন, সহ সভাপতি আশরাফ উদ্দিন সাধু,  শ্রীপল্লী জামে মসজিদ কমিটির সভাপতি মো. আয়নাল হক, অ্যাডভোকেট মোজাম্মেল হোসেন রোমেল ও জাকারিয়া কায়সার প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, পরিবেশ আইন লঙ্ঘন করে শত বছরের পুরোনো পুকুরটি ভরাট করা হচ্ছে। তারা এ কাজ বন্ধের দাবি জানান।

পুকুর ভরাট বন্ধের দাবিতে এলাকাবাসী গত ২৮ ডিসেম্বর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।