ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সলঙ্গায় ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
সলঙ্গায় ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাকের ধাক্কায় শামীম হোসেন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।  

শনিবার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে সলঙ্গা থানার চড়িয়া শিকা দক্ষিণপাড়া ঈদগাহ মাঠ এলাকায় বগুড়া-নগরবাড়ী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

শামীম সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়া আকন্দপাড়ার রওশন আলীর ছেলে। তিনি পেশায় একজন ক্যাবল অপারেটরের সহযোগী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শামীম মোটরসাইকেলে নিয়ে যাওয়ার সময় ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।  

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ইমদাদুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।  
 
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।