ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

অগ্নিদগ্ধদের অর্থ সহায়তা দিল বসুন্ধরা গ্রুপ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
অগ্নিদগ্ধদের অর্থ সহায়তা দিল বসুন্ধরা গ্রুপ বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের পক্ষ থেকে অর্থ সহায়তা দিচ্ছেন কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন এবং বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম

ঢাকা: চলমান সহিংসতায় অগ্নিদগ্ধদের বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে অর্থ সহায়তা দেওয়া হয়েছে।

মঙ্গলবার(২৭ জানুয়ারি) বিকেল সোয়া তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে রোগীর স্বজনদের হাতে এ টাকা তুলে দেওয়া হয়।



বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের পক্ষ থেকে এ টাকা তুলে দেন কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন এবং বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম।       

বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল জানান, তার কক্ষে সোয়া তিনটার দিকে সিলেটের ট্রাকচালক বকুল দেবনাথের ভাই মন্টু দেবনাথের হাতে ২০ হাজার টাকা তুলে দেওয়া হয়।  

পার্থ শংকর জানান, চিকিৎসাধীন অবস্থায় বকুল মঙ্গলবার সকালে বার্ন ইউনিটে  মারা যান।    
 
এরপর বার্ন ইউনিটের দ্বিতীয় তলায় রোগীর স্বজনদের হাতে ২০ হাজার টাকা করে তুলে দেন ইমদাদুল হক মিলন ও নঈম নিজাম।

মোট ৪৬ জন রোগীকে ২০ হাজার টাকা করে অর্থ সহায়তা দিয়েছে বসুন্ধরা গ্রুপ।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।