ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রামগতিতে দরিদ্র নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫
রামগতিতে দরিদ্র নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতিতে দরিদ্র ২৫ জন নারীকে বিনামূল্যে সেলাই মেশিন দেওয়া হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি ) দুপুরে রামগতি উপজেলা সদরের আলেকজান্ডার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রশিক্ষণার্থীদের মধ্যে সেলাই মেশিনগুলো বিতরণ করা হয়।



দরিদ্র কর্মসূচির (ইউপিপি) উজ্জীবিত কম্পোনেন্টের আওতায় পেইজ ডেভেলপমেন্ট সেন্টার নামে একটি বেসরকারি সংস্থা মাসব্যাপী প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সেলাই মেশিন বিতরণের আয়োজন করে।  

আলেকজান্ডার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমেদ মিজানুর রহমানের সভাপতিত্বে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দেলোয়ার হোসেন।

বিশেষ অতিথি ছিলেন পেইজ ডেভেলপমেন্ট সেন্টারের উপ-পরিচালক মো. শাহজাহান।

সেখানে উপস্থিত ছিলেন- আলেকজান্ডার পাইলট রালিকা উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইকবাল হোসেন শাহজাদা, ইউপিপি-উজ্জীবিত কর্মসূচির প্রকল্প সমন্বয়কারী আসাদুজ্জামান, পেইজ ডেভেলপমেন্ট সেন্টারের লক্ষ্মীপুর অঞ্চল ব্যবস্থাপক আনিসুর রহমান মুন্সী, আলেকজান্ডার শাখা ব্যবস্থাপক মো. শাহ আলম, কারিগরি কর্মসূচি কর্মকর্তা কাজী মাহবুব ও সামাজিক কর্মসূচি কর্মকর্তা মোবারক হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।