ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে হরতাল-অবরোধের প্রতিবাদে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
লক্ষ্মীপুরে হরতাল-অবরোধের প্রতিবাদে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: লাগাতার হরতাল-অবরোধের নামে পেট্রোল বোমা দিয়ে নারী, শিশু ও পথচারী হত্যা, জাতীয় সম্পদ ধবংস করা, নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন হয়েছে।

রোববার(১ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (ইনু), বাংলাদেশ ওয়াকার্স পার্টি ও বাংলাদেশ সাম্যবাদী দল (এমএল) ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে।



এসময় বক্তব্য রাখেন- জাসদ(ইনু)কেন্দ্রীয় কমিটির সদস্য আমির হোসেন, বাংলাদেশ ওয়াকার্স পার্টি লক্ষ্মীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মাহবুবুল আলম টিপু, বাংলাদেশ সাম্যবাদী দল লক্ষ্মীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আবু তাহের ও জেলা জাসদের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম প্রমুখ।

এসময় বক্তরা বলেন, যারা বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়; তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। একাত্তরের পরাজিত শক্তিকে আরও একবার পরাজিত করে বাংলাদেশকে রাজাকার আলবদর মুক্ত করতে হবে।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।