ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বরাদ্দ থেকে বঞ্চিত নারী এমপিরা

বাংলানিউজটিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৫
বরাদ্দ থেকে বঞ্চিত নারী এমপিরা

জাতীয় সংসদ ভবন থেকে: প্রতি অর্থবছরে নির্বাচিত সংসদ সদস্যদের গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য ১৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু এই বরাদ্দ থেকে বঞ্চিত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা।

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য বেগম নুর-ই-হাসনা লিলি চৌধুরী। তার সঙ্গে যোগ দেন সরকার দলীয় সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।
 
সোমবার (০২ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদে তারা এ সংক্রান্ত প্রশ্ন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের কাছে।

মন্ত্রীর অনুপস্থিতিতে প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা উত্তরে বলেন, নির্বাচত সংসদ সদস্যদের গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ১৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। সংরক্ষিত আসনের সদস্যদের জন্য এ বরাদ্দ নয়। তাই আগামী অর্থবছরেও বরাদ্দ দেওয়ার সুযোগ নেই।
 
প্রতিমন্ত্রী বলেন, বরাদ্দ পাওয়া প্রকল্পগুলো বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন আছে। এই প্রকল্প চলতি বছরের ডিসেম্বরে সমাপ্ত হবে। এ অবস্থায় এই প্রকল্প থেকে আগামী অর্থবছরে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যদের অনুকূলে বরাদ্দ প্রদানের সংস্থান নেই।
 
এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০২১ এর বাস্তবায়নের লক্ষ্যে জেন্ডার বৈষম্য দূর করে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের জন্য অর্থ বরাদ্দ দেবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।
 
মশিউর রহমান রাঙ্গা বলেন, আমি বুঝতে পারছি এজন্য মাননীয় সংসদ সদস্যরা মনক্ষুণ্ণ হয়েছেন। তবে আগামীতে বরাদ্দ দেওয়া হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নারী ক্ষমতায়নের লক্ষ্যে সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা ৩০ থেকে ৫০-এ উন্নীত করেছেন। তাই এই ধারাকে গতিশীল ও অব্যাহত রাখতে অর্থ বরাদ্দ দেবেন।
 
বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।