ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ফেন্সিডিলসহ আটক ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৫
বগুড়ায় ফেন্সিডিলসহ আটক ৪ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়া সদর ও দুপচাঁচিয়া উপজেলা থেকে চার জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে দু‘জনকে গুলিবিদ্ধ অবস্থায় বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।



আটককৃতদের কাছ থেকে দুই হাজার দুইশ’ ৭০ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করা হয়।  

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে সহকারী পুলিশ সুপার (সদর) ও জেলা পুলিশের গণমাধ্যম শাখার কর্মকর্তা গাজিউর রহমানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আটককৃতরা হলো চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদ ওরফে রানা (৩০) ও কুড়িগ্রামের চিলমারী উপজেলার সূর্য(২২), বগুড়া সদরের যশোপাড়া এলাকার বজলুর রহমান বিটু (২৬) ও জহুরুলনগর এলাকার মহিদুল ইসলাম (২৪)।

এদের মধ্যে বিটু ও মহিদুলকে গুলিবিদ্ধ অবস্থায় বগুড়া সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।   

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে দুপচাঁচিয়া থানার সিও অফিস মোড় এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কে একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে (ঢাকা মেট্রো-গ ১২-৫০৮৪) এক হাজার পাঁচশ ৫০ বোতল ফেনসিডিলসহ মাসুদ ওরফে রানা ও সূর্যকে আটক করা হয়।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল চন্দ্র বাংলানিউজকে জানিয়েছেন, এ বিষয়ে দুপচাঁচিয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে।  

সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান বলেন, এর আগে সোমবার (০২ ফেব্রুয়ারি) দিনগত রাত ২টার দিকে শহরের নওদাপাড়া নর্দান সিএনজি পাম্প এলাকায় একটি মিনি ট্রাক আটকের চেষ্টা করে পুলিশ। এ সময় পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল ছোড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ট্রাকে থাকা লোকজন।

এক পর্যায়ে পুলিশ শর্টগান দিয়ে গুলি করলে বজলুর রহমান বিটু ও মহিদুল ইসলাম গুলিবিদ্ধ। পরে ওই  ট্রাক (ঢাকা মেট্রো-ন ১১-০৭২৮) তল্লাশি করে সাতশ‘ ২০ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিল জব্দ করা হয়। এ বিষয়ে সদর থানায় সরকারি কাজে বাধাদানসহ বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।                       

পুলিশের দাবি, আটককৃতরা সবাই মাদক ব্যবসার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। বগুড়ার বিভিন্ন এলাকায় বিক্রয়ের জন্য ফেন্সিডিলগুলো হিলি থেকে বগুড়ায় নিয়ে আসছিলেন তারা।                                                                                                                                                                                                                      

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩,  ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।