নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ শহরের খানপুরে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের একটি গার্মেন্টস কারখানায় গণহিস্টিরিয়ায় আক্রান্ত হয়েছেন অন্তত ২৫ জন শ্রমিক।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
আক্রান্তদের মধ্যে সাতজনকে খানপুরে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জানা গেছে, কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ভেতরে কুমুদিনী অ্যাপারেলসে বিকেল ৫টার দিকে এক নারী শ্রমিক অজ্ঞান হওয়ার পরপরই অন্য শ্রমিকরা ধীরে ধীরে অজ্ঞান হয়ে পড়েন। পরে এসব শ্রমিকদের নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে ডলি, সুরভী, লিজা, সিফাত, শারমিন, রীনা, জান্নাত নামে সাত শ্রমিককে ভর্তি করা হয়েছে।
বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তাসলিমা নামে এক শ্রমিক জানান, হঠাৎ করে অন্তত ২৫ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।
নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আমিনুল ইসলাম জানান, এটা মূলত গণহিস্টিরিয়া রোগ। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫