ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

লংগদুতে ২ মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৫
লংগদুতে ২ মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

রাঙামাটি: রাঙামাটির লংগদুতে হুমায়ন কবির (৩৯) ও নুর হোসেন (৩৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
 
বুধবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাঈদ উর রহমান এ আদেশ দেন।

 
 
এর আগে, সকালে উপজেলার মাইনীমুখ বাজারে অভিযান চালিয়ে ১৫০ গ্রাম গাঁজাসহ তাদের আটক করা হয়।  
 
সংশ্লিষ্ট সূত্র জানায়, সকালে গাঁজাসহ হুমায়ুন ও নুরকে আটক করা হয়। পরে, দুপুরে ইউএনও সাঈদ উর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন।
 
লংগদু থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।   
 
বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।