কোনাবাড়ি থেকে: গাজীপুরের কোনাবাড়ির কাদের সিনথেটিক ফাইবাস লিমিটেডের আগুন নিভে গেছে বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক আখতারুজ্জমান।
শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
আগুনে পুড়ে যাওয়া বিভিন্ন মালপত্র ডাম্পিং করা হচ্ছে বলেও জানান ফায়ার পরিচালক আখতারুজ্জামান।
কারখানার প্রশাসনিক কর্মকর্তা বীরেন চন্দ্র রায় বাংলানিউজকে বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো বলা যাচ্ছে না। তবে ধারণা করেছেন ক্ষতির পরিমাণ প্রায় ৪ হাজার কোটি টাকার মতো হবে।
শনিবার (২৪ জানুয়ারি) সকাল ৭টায় কোনাবাড়ি বিসিকের কাদের সিনথেটিক ফাইবাস লিমিটেডে আগুন লাগে। বেলা পৌনে ২টার দিকে কিছুটা নিয়ন্ত্রণে আসে। পরে আবার আগুন বেড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা ৭টায় পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।
বাংলাদেশ ফায়ার সাভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক মেজর সাকিল নেওয়াজ বেলা ১১টা ১৫মিনিটে ঘটনাস্থলে আসেন। তখন ফায়ার সভিসের ১২টি ইউনিট কাজ করতে ছিল। মেজল সাকিল পরিস্থিতি বিবেচনা করে আরো ৪টি ইউনিট ডেকে নিয়ে আসেন।
জানা গেছে, কাদের সিনথেটিক ফাইবাস লিমিটেডের স্পিনিং ইউনিট থেকে আগুনের সূত্রপাত হয়।
বেলা ১২টার দিকে কাদের সিনথেটিক ফাইবাস লিমিটেডের ব্যবস্থাপক (ইনচাজ) মো. মনির হোসেন সাংবাদিকদের বলেন, কিভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। তবে স্পিনিং ইউনিটের তৃতীয় তলার ফল সিলিং এর ওপর থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হয়।
তবে আগুন লাগার বিষয়টি খতিয়ে দেখতে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলেও বাংলানিউজকে জানান আখতারুজ্জামান।
** কোনাবাড়ির আগুন নিয়ন্ত্রণে আরো সময় লাগবে
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫