ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে কুষ্ঠ দিবস উপলক্ষে মতবিনিময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
ঠাকুরগাঁওয়ে কুষ্ঠ দিবস উপলক্ষে মতবিনিময় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঠাকুরগাঁও: ‘সম্মিলিত প্রচেষ্টায় কুষ্ঠ কার্যক্রম ত্বরান্বিত করুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব কুষ্ঠ দিবস উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে জেলা সিভিল সার্জন সম্মেলন কক্ষে জেলা স্বাস্থ বিভাগ ও দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এ সভার আয়োজন করে।



সভায় বলা হয়, ২০১৪ সালে রংপুর বিভাগের ঠাকুরগাঁওসহ ৪ জেলায় কুষ্ঠ রোগে আক্রান্ত নতুন রোগী পাওয়া গেছে ৭৬৫ জন এবং প্রতিবন্ধী নতুন কুষ্ঠ রোগীর সংখ্যা ৭৮ জন।

এর মধ্যে ঠাকুরগাঁওয়ে ১১৮ জন, রংপুরে ২৯৮ জন, নীলফামারীতে ২৫৭ জন ও পঞ্চগড়ে ৯২ জন। এছাড়া কুষ্ঠ থেকে আরোগ্য লাভ করেছে ৭৩৭ জন।

সিভিল সার্জন ডা. নজরুল ইসলামের সভাপতিত্বে  বক্তব্য রাখেন, টিবি কনসালটেন্ট ডা. আবু মো. খয়রুল কবীর, দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল-বাংলাদেশের  প্রজেক্ট ম্যানেজার দেলোয়ার হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।