ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ডিবি পোশাকে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতো নিহত ২ জন

নাজমুল হক ফয়সাল, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
ডিবি পোশাকে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতো নিহত ২ জন ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর রামপুরা বনশ্রীতে মধ্যরাতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত অজ্ঞাতনামা ২ জন গোয়েন্দা পুলিশের (ডিবি) পোশাকে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতো বলে ধারণা করছে র‌্যাব।

শনিবার (২৪ জানুয়ারি) দিনগত রাত ২ টা ৪০ মিনিটে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।



বন্দুকযুদ্ধের পর তাদের ব্যবহৃত গাড়ি তল্লাশি করে ২টি বিদেশি পিস্তল, গোয়েন্দা পুলিশের (ডিবি) ২টি কটি (পোশাক), ২টি ম্যাগজিন, ৬ রাউন্ড গুলি, ১ জোড়া হাতকড়া, ১টি ওয়াকিটকি সেট এবং ১টি পিস্তল কাভার উদ্ধার করা থেকে তারা এটি বলছেন।

র‌্যাব-৩ এর অপারেশন অফিসার সাইফুল ইসলাম বিষয়টি বাংলানিউজকে বলেন, রাত ২ টা ৪০ মিনিটের দিকে বনশ্রীতে ৩ জন সন্ত্রাসীর সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষের গোলাগুলির একপর্যায়ে ওই ৩ সন্ত্রাসীর মধ্যে দুই জন গুলিবিদ্ধ হয়। অপরজন পালিয়ে যেতে সক্ষম হয়।

তিনি আরও জানান, গোলাগুলির সময় মোহাম্মদ আনিস ও মোহাম্মদ মনির নামের দুই র‌্যাব সদস্যও আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

বন্দুকযুদ্ধ ঘটনার বর্ণনা দিতে গিয়ে অপারেশন অফিসার সাইফুল জানান, রাতে বনশ্রী আইডিয়াল স্কুলের সামনে র‌্যাবের চেক পোস্ট বসানো হয়েছিলো। এ সময় এক্স-করল্লা ব্র্যান্ডের একটি প্রাইভেটকার চেক পোস্টের সামনে দিয়ে যাওয়ার সময় সেটিকে থামতে বলা হয়। কিন্তু সেটি না থেমে চলে যাচ্ছিল।

এতে র‌্যাবের সন্দেহ হয়। পরে গাড়িটিকে ধাওয়া দিলে ভিতরে থাকা তিন সন্ত্রাসী গাড়ি থেকে বের হয়ে র‌্যাবের উপর গুলি ছুঁড়তে থাকে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এতে ২জন গুলিবিদ্ধ হয়ে পড়ে যায়।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এরা ডিবি পরিচয় দিয়ে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত। ডিবি পরিচয় দিয়ে বিভিন্ন অপহরণের সাথেও জড়িত থাকতে পারে। বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে।

শনিবার (২৪ জানুয়ারি) দিনগত মধ্যরাতে এ বন্দুকযুদ্ধের ঘটনায় নিহত এ দুই জনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এদের একজনের বয়স আনুমানিক ৩৫ বছর, অপর জনের ৪০ বছর। দু’জনেরই গায়ে শার্ট ও পরনে প্যান্ট রয়েছে। একজনের মুখে ছোট ছোট দাঁড়ি রয়েছে।

ঘটনার পর রামপুরা পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) সুধন চন্দ্র বিষয়টি নিশ্চিত করে বাংলানিজকে জানিয়েছিলেন, বনশ্রী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে র‌্যাব-৩ এর সঙ্গে ওই দুই ব্যক্তির ‘বন্দুকযুদ্ধ’ হয়।

র‌্যাব বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল থেকে ওই দু’জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। আনুমানিক রাত ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

** রামপুরায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

বাংলাদেশ সময়: ১০১৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।