ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মাওয়ায় কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
মাওয়ায় কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য উদ্ধার ছবি: সংগৃহীত

ঢাকা: মুন্সীগঞ্জের মাওয়া ঘাট এলাকায় শুল্ক গোয়েন্দা ও কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে ট্রাকবোঝাই বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য উদ্ধার করেছে। যার আনুমানিক মূল্য ২ কোটি টাকা।



রোববার (২৫ জানুয়ারি) মধ্যরাতে অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণ পণ্য উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া পণ্যগুলোর মধ্যে রয়েছে- ২ হাজার ১ শ’ ৭৩ পিস সিনথেটিক শাড়ি, ১০৮টি থ্রি পিস, ফেবরিক ১ হাজার ৬ শ’ ৫০ কেজি। যার আনুমানিক মূল্য ২ কোটি টাকা। এছাড়া আটক করা হয় ট্রাকটিকেও। তবে এ ঘটনায় ট্রাক মালিক বা সংশ্লিষ্ট কাউকে আটক করতে পারেনি তারা।

কাস্টমস শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক (এডি) উম্মে নাহিদা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছন। তিনি জানান, উদ্ধার হওয়া পণ্যগুলো বর্তমানে ঢাকা কাস্টমস হাউজে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।