ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

প্রধান বিচারপতির পূজামণ্ডপ পরিদর্শন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
প্রধান বিচারপতির পূজামণ্ডপ পরিদর্শন বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা

ঢাকা: হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উপলক্ষে রাজধানীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)।
 
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এস এম কুদ্দুস জামান বাংলানিউজকে জানান, রোববার (২৫ জানুয়ারি) সকাল নয়টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, সকাল দশটায় ঢাকা আইনজীবী সমিতি এবং সকাল সাড়ে দশটায় অফিসার্স ক্লাবের পূজামণ্ডপ পরিদর্শন করেন প্রধান বিচারপতি।



পরিদর্শনের সময় প্রধান বিচারপতির স্ত্রীও তার সঙ্গে ছিলেন।  
 
এছাড়া অফিসার্স ক্লাবের পূজামণ্ডপ পরিদর্শনের সময় হাইকোর্টের বিচারপতি আশীষ রঞ্জন দাস উপস্থিত ছিলেন।
 
বিদ্যাদেবীর কৃপালাভের আশায় রাজধানীসহ সারা দেশের বিভিন্নস্থানে এই পূজা উদযাপিত হচ্ছে। ধর্মীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে সাদা রাজহাঁসে চেপে বিদ্যা ও জ্ঞানদাত্রী দেবী সরস্বতী পৃথিবীতে আসেন।

বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।