ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে র‌্যাবের গাড়ি উল্টে ৭ সদস্য আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
ফরিদপুরে র‌্যাবের গাড়ি উল্টে ৭ সদস্য আহত

ঢাকা: ফরিদপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাট‍ালিয়ানের (র‌্যাব) গাড়ি উল্টে ৭ সদস্য আহত হয়েছেন।

রোববার (২৫ জানুয়ারি) দুপুর ১২টায় ঢাকা-খুলনা মহাসড়কের বারোখাদা ব্রিজ  এলাকায় এ ঘটনা ঘটে।



আহতদের সবাইকে ফরিদুপর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ৩ জনকে প্রাথমিক চিকিৎসা ও ৪ জনকে ভর্তি কর‍া হয়েছে।

এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সুপার ডা. গণপতি শুভ।

র‌্যাব ফরিদপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার সিনিয়র এএসপি আমিনুর রহমান বাংলানিউজকে বলেন, একটি মাহিন্দ্রকে সাইড দিতে গিয়ে র‌্যাবের গাড়িটি উল্টে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।

বাংলাদেশ সময: ১৪১৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।