ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

আলোচনার মাধ্যমে সঙ্কটের সমাধান চান সম্পাদকরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
আলোচনার মাধ্যমে সঙ্কটের সমাধান চান সম্পাদকরা তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

ঢাকা: দেশের চলমান রাজনৈতিক সঙ্কট আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করতে সরকারকে প্রস্তাব দিয়েছেন দেশের বিভিন্ন প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের সম্পাদকরা।

চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে রোববার (২৫ জানুয়ারি) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে পাঁচ মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে এ প্রস্তাব দেন তারা।



বৈঠক শেষে সম্পাদক পরিষদের সভাপতি দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার বলেন, ‘বর্তমান পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে। সকলে শান্তির সপক্ষে একমত হয়েছি। সবাই শান্তি চাই, অশান্তি চাই না। দেশে যে বিশৃঙ্খলা চলছে আমরা সবাই এটার বিরুদ্ধে। ’

‘আমরা সবাই মনে করি এর রাজনৈতিক সমাধান হওয়া উচিত। আলোচনার মাধ্যমে সম্পাদকরা সমাধানের প্রস্তাব করেছি। আমরা মনে করি, দেশ এভাবে চলতে পারে না, সমাধান হতেই হবে। মানুষ কতকাল এভাবে অসহায়ের মধ্যে থাকবে। আমরা সবাই একমত হয়েছি, সবাই শান্তি চাই।

সকাল সোয়া ১১টা থেকে দুপুর সোয়া একটা পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের পর মন্ত্রীদের পক্ষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘দেশের বরেণ্য ব্যক্তিবর্গ যারা সম্পাদকের দায়িত্ব পালন করছেন সকলের মূল্যবান চিন্তা-ভাবনা পরামর্শ পেয়েছি। আমরা সকলে দেশের শান্তি চাই। আমরা মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে এই দেশ পেয়েছি, এই দেশ এগিয়ে যাক, শান্তিপূর্ণ থাকুক- এটা সকলের কামনা। এ ব্যাপারে কোনো রাজনীতি নেই, কোনো মত নেই, দল নেই। সকলে এ ব্যাপারে আলোচনা করেছি। বর্তমানে যে পরিস্থিতি তা স্বাভাবিক হোক, সুন্দরভাবে দেশ চলুক ইত্যাদি আলোচনা করেছি। ’

সম্পাদক গোলাম সারওয়ারের আলোচনার প্রস্তাবের প্রসঙ্গ টেনে তোফায়েল আহমেদ বলেন, ‘এটা ঠিক, এগুলোর একটা পরিবেশ থাকে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। সন্ত্রাসের কথা অনেকে বলেছেন, নাশকতার বিষয়ে কথা বলেছেন, আমরা এ বিষয়ে আলোচনা করেছি। ’

‘সব চেয়ে বড় কথা, এটা আমাদের সকলের দেশ, সকলের প্রিয় মার্তৃভূমি, এই প্রিয় মাতৃভূমিতে সকল শ্রেণি-পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে দেশটাকে ভাল রাখবো, ভাল থাকুক এটা আমাদের কামনা। ’

তথ্যমন্ত্রী মাঝে মধ্যে সম্পাদকদের সঙ্গে বসবেন বলেও জানান তোফায়েল আহমেদ।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সভাপতিত্বে বৈঠকে নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খান, পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু উপস্থিত ছিলেন।

কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, ডেইলি সান সম্পাদক আমির হোসেন, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, ডেইলি স্টার সস্পাদক মাহফুজ আনাম, বাসসের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, সকালের খবর সম্পাদক মোজাম্মেল হোসেন, নিউ এইজ সম্পাদক নুরুল কবির, যুগান্তরের নির্বাহী সম্পাদক সাইফুল আলম, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, আলোকিত বাংলাদেশ সম্পাদক কাজী রফিকুল আলমসহ বিভিন্ন সংবাদপত্রের সম্পাদক এবং সম্পাদকের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীও বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকের শুরুতে তথ্যসচিব বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। সংবাদপত্র আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখে। সংবাদপত্র সমাজের দর্পণ হিসেবে সন্ত্রাসী কর্মকাণ্ড, নাশকতা, হাসপাতালের বার্ন ইউনিটে বাতাস ভারাক্রান্ত- এসব পর্যবেক্ষণ নিয়ে খোলামেলা আলোচনা হতে পারে। আপনাদের ভূমিকা সমাজকে আলোকিত করতে পারে।

আর সরকারের সঙ্গে সংবাদপত্রের সম্পাদকদের ধারাবাহিকতায় এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বলে জানান তথ্যমন্ত্রী।

এর আগে গত ২২ জানুয়ারি টেলিভিশন চ্যানেলের সম্পাদকদের সঙ্গে বৈঠক করেন তথ্যমন্ত্রী।

** সম্পাদকদের সঙ্গে বৈঠকে তথ্যমন্ত্রী

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।