নারায়ণগঞ্জ: মুন্সীগঞ্জের লৌহজং এলাকা থেকে প্রায় ২ কোটি টাকার ভারতীয় শাড়ি, থ্রি পিচ ও কাপড় উদ্ধার করেছে নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার ফতুল্লার পাগলা কোস্ট গার্ড স্টেশন। তবে এ সময় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
রোববার (২৫ জানুয়ারি) বিকেলে কোস্ট গার্ডের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পাগলার কোস্ট গার্ড স্টেশন কমান্ডার সাব লেফটেন্যান্ট হাসানুর রহমান জানান, কোস্ট গার্ড ও বাংলাদেশ সরকারের শুল্ক, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সমন্বয়ে যৌথভাবে গোয়েন্দা সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার শিমুলীয়া ফেরিঘাট এলাকায় শনিবার (২৪ জানুয়ারি) গভীর রাতে আভিযান চালিয়ে ভারতীয় মাল উদ্ধার করা হয়।
এ সময় (ঢাকা মেট্রো-ড-১৪-৪৯৪৪) একটি ট্রাকে তল্লাশি চালিয়ে অবৈধ ভারতীয় ২ হাজার ১৭৩ টি শাড়ি, ১০৮ টি থ্রি-পিচ ও ১ হাজার ৬৫০ কেজি সিনথেটিক ফেব্রিকস উদ্ধার করা হয়। যার আর্থিক মূল্য প্রায় ২ কোটি ১ লাখ ৭৫ হাজার টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।
বাংলাদেশ সময় : ২১৩২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫